বুধবারী বাজারে এনআরবি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৮:০৫ অপরাহ্ন
এনআরবি ব্যাংকের উদ্যোগে গোলাপগঞ্জের ৫নং বুধবারী বাজার ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
৫নং বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আবুল কাশেম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইডিং হাই লিমিটেড লেদার ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান হারুন মিয়া বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগিরঘাট ভিলেজ ট্রাষ্ট ইউকে এর কোষাধ্যক্ষ আজির উদ্দিন মোছা, সাবেক সভাপতি নাজিম উদ্দীন, সাবেক সহ-সভাপতি মুসা উজ জামান, সদস্য আব্দুল আহাদ, সফই মিয়া লেদই, লেইস উদ্দিন, সমাজসেবক ইসলাম উদ্দিন, কুশিয়ারা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি বদরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী ফজল উদ্দিন, বাদেপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ৫ নং বুধবারীবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, সদস্য আতিকুর রহমান, সদস্য হেলান উদ্দিন খান, সদস্য সামসুল আলম কয়েছ, সদস্য জাহিদুর রহমান মৌলা, সদস্য আসিফা রহমান পাপিয়া, জামেয়া ইসলামিয়া বুধবারী বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি