গোটাটিকরে আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৫:১৬ অপরাহ্ন
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের গোটাটিকর এলাকায় ২ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার আব্দুল জলিল নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত ও মোঃ নুরুল আলম।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, সিলেটে দিন দিন শীতের মাত্রা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সুবিধাবঞ্চিত মানুষ। বিবেকের তাড়নায় অসহায় শীতার্ত মানুষের সাহায্যে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারণ হবে। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে। বিজ্ঞপ্তি