জালালপুরে আছাব আলী বৃত্তি বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৫:৫৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: সাজেদুল করিম বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে। তাই শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে তাদের অভিভাবকদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে এবং সন্তানদের প্রতি যত্নশীল হতে হবে। কারণ তাদের মানসিক বিকাশ না হলে তারা ভবিষ্যতে ভালোভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেনা।
তিনি রোববার দুপুরে দক্ষিণ সুরমার জালালপুরে ১৮তম মোঃ আছাব আলী প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সহসভাপতি ও জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ শহীদ পংকির সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সচিব সাংবাদিক খালেদ মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী শিক্ষা অফিসার লুতফুর রহমান ও বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি এম এ মুকিত। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্টপোষক দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকের সাবেক সভাপতি ও সিলেট মিলেনিয়ামের স্বত্তাধিকারী হোসেন আহমদ।
বক্তব্য রাখেন জালালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মাসুক, জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, জালালপুর জালালিয়া সিনিয়ার মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইমদাদুর রহমান খান, শিক্ষানুরাগী বদরুল ইসলাম জয়দু, মো. ফখরুল ইসলাম, এনামুল কবির, সলমান আহমদ চৌধুরী, প্রবাসী বেলাল আহমদ ও নোমান আহমদ, প্রধান শিক্ষক আশরাফুল আলম, ব্যবসায়ী নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান টিপু, মো. নুরুল ইসলাম, লায়েক উদ্দিন, মুহিন আহমদ, মো. মাহফুজুর রহমান, মো. মুহিবুর রহমান, এস এম ফাহিম, ফাহিম রহমান, শিক্ষার্থীদের পক্ষে শাহ সুলাইমান ও অর্পিতা পাল প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাবেক সচিব ও আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন ও সাবেক সচিব অব. প্রধান শিক্ষক মুক্তার আহমদ। কোরআন থেকে তেলাওয়াত করেন জালালপুর কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক জামিল আহমদ। বিজ্ঞপ্তি