জকিগঞ্জে টপ-টেন বিজনেস গ্রুপের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪০:৪০ অপরাহ্ন
জকিগঞ্জের চৌধুরীবাজার এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সংগঠন ‘টপ-টেন বিজনেস গ্রুপ’-এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টায় জকিগঞ্জের কাজলসার ইউপি’র চৌধুরী বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজনেস গ্রুপের সভাপতি ছদরুল ইসলাম ময়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. আহাদুর রহমান মুন্নার উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এমদাদুল হক রাহী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি’র নায়বে মুহতামীম মাওলানা মুফতি হামিদুর রহমান মাদানী, সীমান্ত ব্যাংক জকিগঞ্জ শাখার ম্যানেজার প্রবীর দেবনাথ, এনআরবিসি ব্যাংক জকিগঞ্জ শাখার ম্যানেজার ইমাম হাসান, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ স্বপন ও জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী হাফিজ শহীদুল ইসলাম জিহাদী, সেলিম আহমদ চৌধুরী, আজমল হোসেন, হাফিজ ফারুক আহমদ ও মাওলানা এম.এ.বারী প্রমূখ।
অনুষ্ঠানে টপ-টেন বিজনেস গ্রুপের মেয়াদপূর্তী উপলক্ষে আনুষ্ঠানিক ৭ জন সদস্যকে চেক প্রদান করা হয় এবং বর্তমান সদস্যদের মধ্যে সনদ প্রদান করা হয়।