শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির অভিষেক
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪১:৫৯ অপরাহ্ন
শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত ২০২৫-২৬ সনের অভিষেক অনুষ্ঠান রোববার মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি কিবরিয়া হোসেন নিঝুমের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম সিলেটের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন আহমদ মাসুক এবং নবনির্বাচিত শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুপন খাঁনের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুকরিয়া মার্কেটের স্বত্ত্বাধিকারী প্রকৌশলী মোস্তফা শাহরিয়ার চৌধুরী ও ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, ইদ্রিস মার্কেটের স্বত্ত্বাধিকারী আজমল বখত চৌধুরী সাদেক, করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী ছানা উল্লাহ ফাহিম, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন, নির্বাচন কমিশনার আব্দুল মুকিত চৌধুরী শামীম ও নুরুজ্জামান মামুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক তুরন মিয়া, কোষাধ্যক্ষ শাহ কামিল হোসেন, দপ্তর সম্পাদক মারুফ হোসেন, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক কয়ছর আহমেদ, নির্বাহী সদস্য ছয়মন আহমদ চৌধুরী, ফয়জুর নূর ফয়েজ, মাসুক মিয়া, মোহাম্মদ মাহমুদ, ইউসুফ খান বাদশা, মহি উদ্দিন চৌধুরী, ইকরাম হোসেন জোয়ারদার আজাদ প্রমুখ। শপথকালে নবনির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের সাধারণ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। বিজ্ঞপ্তি