সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের ব্যক্তিগত সহকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৯:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৩ টার দিকে নাশকতার মামলায় নিজ গ্রাম ডুংরিয়া থেকে তাকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। পরে দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, জুয়েল গত ৫ আগস্টের একটি নাশকতা মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন। গভীর রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি ডুংরিয়া থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। জানা যায়, এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী হওয়ার পর থেকে তার ব্যক্তিগত সহকারীর কাজ করতেন এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত ৫ আগস্টে তিনি নাশকতায় যুক্ত ছিলেন