৩৫৮ বস্তা চোরাই চিনিসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫১:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ফের ধরা পড়েছে ভারতীয় চোরাই চিনির বড় চালান। এবার ৩৫৮ বস্তা চোরাচিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে শহরতলীর মুরাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. আশরাফুল আলম (৪৫), ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো. হেলাল উদ্দিন ব্যাপারীর ছেলে। রোববার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহরতলীর মুরাদপুর এলাকার চেকপোস্ট স্থাপন করে শাহপরান থানা পুলিশ। তখন একটি ট্রাক থামিয়ে তল্লাশীকালে ৩৫৮ বস্তায় (১৭ হাজার ৫৪২ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫ হাজার টাকা। এসময় চালক আশরাফুলকে আটক ও বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।