আলোর অন্বেষণ বইমেলার ২য় দিনে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২২:৪৭ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, দেশকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করতে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এর মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ আবারো মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও তাদের দোসররা কিন্তু এখনো রয়ে গেছে। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ছাত্র-জনতার রক্তাক্ত বিজয়কে অর্থবহ করতে দেশপ্রেমিক তারুণ্যদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি রোববার রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৫ম আলোর অন্বেষণ বইমেলার ২য় দিনে আগামীর বাংলাদেশ এবং তারুণ্যের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক কবি বাসিত ইবনে হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর কিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খোরশেদ, পাঠাগার সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি ও কথা সাহিত্যিক মুন্নি আক্তার।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, আলোর অন্বেষণের সহ-সভাপতি নাহিদ আহমদ, যুবনেতা আল আমিন, ইমামুল হক, রনি পাল, ইয়াছিন আহমেদ মান্না, হাসান আহমেদ সানি, আলোর অন্বেষণের সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, প্রকাশক জসিম উদ্দিন, সংগঠক মহিন উদ্দিন জয়, শফি আহমেদ ফাহিম, জাহিদ হাসান, মাসেদ আহমেদ, রোমান মাহফুজ সাঁই, কে.এস. পরান ও সালমান আহমেদ উসামা প্রমূখ।
বক্তারা বলেন, সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ১ ফেব্রুয়ারী থেকে আলোর অন্বেষণের উদ্যোগে ৫ দিনব্যাপী চলছে। মেলা চলছে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় আসুন, নিজে বই পড়–ন এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। বই পাঠের মাধ্যমে একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব হবে। বিজ্ঞপ্তি