সমাজসেবা কার্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০০:৫২ অপরাহ্ন
সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আন্ত:প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় নগরীর বাগবাড়িতে সরকারি শিশু পরিবার মাঠে এর উদ্বোধন করা হবে এবং একই স্থানে বিকেল ৩টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাউদুর রহমান খান। সকালে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। বিশেষ অতিথি থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেটের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান পরে বিকেল ৩টার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সভাপতি থাকবেন। বিজ্ঞপ্তি