তেতলীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১২:০৯ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, দুই-তৃতীয়াংশ শ্রমজীবীর এই দেশে মানুষ প্রতিনিয়ত দারিদ্রতার সাথে লড়াই করে জীবিকা নির্বাহ করছে। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেও তাদের অনেকের ঘরে বিভিন্ন সময় চুলায় আগুনও জ্বলে না। কারণ শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে সবসময় বঞ্চিত থাকে। আবার নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে অনেককে রাজপথে জীবন দিতে হয়। এজন্য তিনি সৎ ও যোগ্য নেতা রাষ্ট্রের সকল পর্যায়ে নির্বাচিত করতে শ্রমিক নেতাদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার দুপুরে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালারগাও গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তেতলি ইউনিয়নের উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন সভাপতি মিলাদ আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রধান উপদেষ্টা সাব্বির আহমদ। উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা মাস্টার বদরুল ইসলাম, উপজেলা সহসভাপতি মুহাম্মদ আলী হোসাইন ও হারুনুর রশীদ, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হক, তেতলী ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা লুৎফুর রাহমান, ইউনিয়ন উপদেষ্টা জাহেদ আলম, শ্রমিক কল্যাণের ইউনিয়ন সহসভাপতি মুকতাদির আহমদ ও মইন উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি