সদর উপজেলা বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৫:১০ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালামের সুস্থতা কামনায় রোববার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের পূর্বে সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, শহীদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম, সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সহ-সংগাঠনিক সম্পাদক বাদশা আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আল-মামুন খান, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খাঁন সজিব, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মাসুক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শফিক আলী, খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কচির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরয়িার, সদর উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক কবির উদ্দিন নুনু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামসুদ্দিন, প্রবাসী নেতা জাকারিয়া প্রমুখ।
দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনসারসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কবির আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি