সুলতানুল হুফফাজ বোর্ডের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৭:০৩ অপরাহ্ন
দক্ষিণ সুরমার বরইকান্দি সুলতানুল হুফফাজ বোর্ডের ৮৬ তম পুরস্কার বিতরণ ও হাফিজ সুলতান (রহ.) এর ৯৪ তম ঈছালে ছওয়াব মাহফিল উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার রাতে বরইকান্দি মিয়াবাড়ীতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বোর্ডের সভাপতি জালালপুর জালালিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জ. উ. ম আব্দুল মুনঈম এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হাসান। সুলতানুল হুফফাজ বোর্ডের সেক্রেটারি ফয়জুল হক চৌধুরী বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
মাহফিলে তাফসীর পেশ করেন মাওলানা সদরুল আমীন (জগন্নাথপুরী), বরইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহিদ আহমদসহ উলামায়ে কেরামগণ তাফসীর পেশ করেন। বিজ্ঞপ্তি