বিয়ানীবাজারে জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৯:০৮ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারি বিভিন্ন দপ্তরে মানুষ কাজের জন্য না বুঝে ঘুষ দেয়। ছাত্র জনতার বিপ্লবের পর এসব বিষয় নিয়ে সবাইকে সচেতন হতে হবে। বৈধ রশিদ ব্যতিত কোনো সরকারি অফিসে টাকা লেনদেন না করার অনুরোধ করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় এনজিও প্রতিনিধি, সায়ারাত মহালসমূহের লিজগ্রহীতা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্নজনের অভিযোগের প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বিয়ানীবাজারের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ শুনেন এবং অভিযোগের ভিত্তিতে সমাধানের নির্দেশ দেন। তিনি অবৈধ দখলদারদের কাছ থেকে দ্রুত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত করা, রাস্তা সংস্কারসহ বিয়ানীবাজার উপজেলার প্রতিটি সেক্টরের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের নির্দেশ দেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তফা মুন্নার সঞ্চালনায় বিয়ানীবাজার উপজেলা কনফারেন্স হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আহমদ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সেক্রেটারি আবুল কাশেম, নায়েবে আমীর আবুল খায়ের, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, পৌর বিএনপির সহ-সভাপতি কবির আহমদ, জামায়াতে ইসলামী বিয়ানীবাজার পৌর আমীর জমির উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, তিলপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর উপজেলা সহকারি সেক্রেটারি দেলোয়ার হোসেন, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সামিয়ান হাসান, মুনজের বাবু, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেন্দ্র নাথ সরকার, বিয়ানীবাজার সাব-রেজিস্ট্রার জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার আব্দুল হেকিম প্রমুখ।