শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে শাবি শিবিরের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৬:৪৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ও শাবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই সাক্ষাতে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারেক মনোয়ার, সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রশিবিরের পক্ষ থেকে অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে জুলাই অভ্যুত্থানের ক্যালেন্ডার এবং ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উপহার দেওয়া হয়।
এসময় শাবিপ্রবি ছাত্রশিবির নেতৃবৃন্দ ভর্তি ফি, সেমিস্টার ফি এবং ক্রেডিট ফি কমানোর দাবি জানান। পাশাপাশি, গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে গবেষণা ফান্ডে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং ক্যাম্পাসে ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।