শাবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পুলিশ কমিশনার ও ডিআইজি
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৭:০৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম ও সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী পুলিশ কমিশনার ও ডিআইজিকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন। সৌজন্য সাক্ষাতে শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।