দুর্নীতি দুর করতে হলে ভালো মানুষকে ক্ষমতায় পাঠাতে হবে : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১২:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ থেকে দুর্নীতি দুর করতে হলে ভালো মানুষকে ক্ষমতায় পাঠাতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, দেশবাসীর কাছে বিগত সরকারের দুর্নীতির মহোৎসবের কথা পরিষ্কার। তারা শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়েও রেহাই পাইনি। আমাদের সামনে জাতীয়সহ বিভিন্ন নির্বাচন আসছে। সেই নির্বাচনগুলোতে ভালো সৎ মানুষকে নির্বাচিত করুন। তাহলে দেখবেন সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
সোমবার সিলেট সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ১নং জালালাবাদ ইউনিয়নে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আল ইমরানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিদ্দিক আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিকান্দর আলী ও সেক্রেটারি ফখরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি