বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হলে সবাই নিজের অধিকার ফিরে পাবে: ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১১:৪২ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের জন্য একটি কল্যাণকামী সংগঠন। জাতির যেকোন ক্রান্তিকালে ও দুর্যোগকালীন মুহূর্তে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপন্ন শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে শীতার্তদের পাশে দাঁড়ানো এরই ধারাবাহিকতা। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর্ত-মানবতার কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।
তিনি বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার শ্রমজীবী ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকের রক্ত ও ঘামে অর্থনীতির চাকা সচল হয়, কিন্তু তারা সবসময় বঞ্চিত থেকে যাচ্ছে। এই বৃত্ত থেকে শ্রমজীবী ভাইদের বেরিয়ে আসতে হবে। নিজের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। তিনি সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরীর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কেন্দ্রঘোষিতক সেবাপক্ষ উপলক্ষে ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মিয়া মোঃ রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, মহানগর ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, প্রচার সম্পাদক জাবেদুর রহমান জাবেদ, শাহপরান পূর্ব থানা সাধারণ সম্পাদক আকবর আলী, শাহপরান পশ্চিম থানা সহ-সভাপতি মাওলানা কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক রোকন আহমদ, ট্রেড ইউনিয়ন থানা-৩ এর সহ-সভাপতি সাইদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান চৌধুরী জাহান, সিলেট সদর দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক রোকন আহমদ, সিলেট সদর অটো রাইসমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারী, শ্রমিক নেতা ফজল গনি, নবাব মিয়া, মিলন মিয়া ও শিহাব উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি