ইউএনও ও প্রকৌশলীর সাথে সাংবাদিকদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৫:০৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারি ও প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে ইউএনও এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে এলাকার উন্নয়ন ও সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, সাবেক সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লেমন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মালিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজউদ্দিন, হুমায়ুন আহমদ, কাওছার আহমদ রাহাত, হেলাল আহমদ বাদশাহ, আমীর উদ্দিন প্রমুখ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড সাইদুল ইসলাম।
বেলা ৩ টায় প্রেসক্লাবে নবাগত প্রকৌশলী হাসিব আহমেদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন। এ সময় উপস্থিত সাংবাদিকগণ যোগাযোগ ব্যবস্থার চিত্র তুলে ধরেন এবং দ্রুততার সাথে দীর্ঘ দিনের কাজগুলো শেষ করে জনদুর্ভোগ লাঘবে কাজ করার আহ্বান জানান।