পশ্চিম পীরমহল্লায় আনজুমানের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৯:৫২ অপরাহ্ন
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। সোমবার বিকেলে নগরীর ৭নং ওয়ার্ডের পশ্চিম পীর মহল্লা এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মুসা আহমদ, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ, আনোয়ার হোসেন পাঠান ও সোহেল আহমদ প্রমূখ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। এই সময়ে মানবতার আহবানে সাড়া দিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষ একটু উষ্ণতা পেতে পারে। এতে সমাজে ভ্রাতৃত্ববোধের বন্ধন আরো সুদৃঢ় হবে। বিজ্ঞপ্তি