নগরের কামালগড়ে কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪১:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কামালগড়ে এক তরুণীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নগরের কামালগড়ের ১৩১নং বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার নাম ফেরদৌস বেগম (১৮)। সে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত নুর মিয়ার মেয়ে। পরনের ওড়নার মাধ্যমে টয়লেটের ভ্যান্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক জানান- প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে আত্মহত্যার কারণ তা এখনো জানা যায়নি, অনুসন্ধান চলছে। সোমবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।