কুলাউড়ায় ‘দখিন দাওয়া’ কমিউনিটি হলের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০৮:০৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ‘দখিন দাওয়া’ কমিউনিটি হলের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কেক কেটে নবনির্মিত এ হলের উদ্বোধন করেন হলের সত্ত্বাধিকারী প্রবাসী কমিউনিটি নেতা এবং জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির পরিচালক এমাদুল মান্নান চৌধুরী তারহাম।
কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমাদুল মান্নান চৌধুরী তারহামের সহোদর অবসরপ্রাপ্ত মেজর নুরুল মান্নান চৌধুরী।
শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, দোকান ভাড়াটিয়া ফোরামের (টিবিএফ) চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, প্রভাষক সিপার আহমদ ও খালিক উদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, যুক্তরাজ্য প্রবাসী আবু হেলাল, শফিক মিয়া আফিয়ান, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, মুক্ত স্কাউটের সামছু উদ্দিন বাবু, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমুখ।