নর্থ ইস্ট হাসপাতালে ক্যান্সার দিবসে দিনব্যাপী কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৩:১৩ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সারওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসের কারণে বছরে হাজার হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এজন্য খাদ্যাভ্যাসের বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। তিনি বলেন, খাবার সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব খাবার গ্রহণের ফলে মানুষ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছেন।
মঙ্গলবার বিশ^ ক্যান্সার দিবস উপলক্ষে নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. এ. এম. সারওয়ার উদ্দিন চৌধুরী বলেন, জীবনের প্রতিটি দিন একটি নিয়মের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। খাবার গ্রহণ ও জীবনাচরণের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বিশে^ প্রতিনিয়ত যেভাবে ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটি পুরো মানব জাতির জন্য সতর্ক সংকেত। এজন্য সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক হারে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে ক্যান্সার একটি মহামারি রূপ নিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল ২০১৪ সাল থেকে ক্যান্সার রোগীদের চিকিৎসা ও সেবায় কাজ করে যাচ্ছে। শিগগিরই নতুন একটি রেডিওথেরাপি মেশিন সংযোজন করা হবে, যা রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এডিএমএস সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশন সিলেট ক্যান্টনমেন্ট এর কর্নেল সাইদা নাজরীনা বলেন, বৃহত্তর সিলেট অঞ্চলে এমন উন্নতমানের ক্যান্সার চিকিৎসার সুযোগ রয়েছে, তা জানা ছিল না। বাংলাদেশেই ক্যান্সারের আধুনিক চিকিৎসা সম্ভব। এটি অত্যন্ত ইতিবাচক বিষয়।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি (প্রস্তাবিত) অধ্যাপক ডাঃ শাহিদুর রহমান, নর্থ ইস্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া ও সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ডীন অধ্যাপক ডাঃ মো. নাজমুল ইসলাম। এদিকে, দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালী বের করা হয়। বিজ্ঞপ্তি