জগন্নাথপুরে মুসল্লিদের উপর ছাত্রলীগ নেতার হামলা
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৫৮:১৭ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতির ছেলে বাগময়না গ্রামের সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মসজিদে টানানো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সালের ক্যালেন্ডার ছিঁড়ে ফেলেন। এতে মসজিদের মুসল্লীরা বাধা দিলে ওই নেতা মুসল্লীদের উপর হামলা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার এশার নামাজের সময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা শাহানুর আলী শানুর বাগময়না জামে মসজিদে প্রবেশ করে মসজিদে টানানো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্যালেন্ডার ছিঁড়ে ফেলেন এবং মসজিদে থাকা মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, ‘কার এতো সাহস যে শিবিরের ক্যালেন্ডার টানায়’ এবং অশোভন ভাষায় গালমন্দ করে। মুসল্লীরা এর প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয়রা এসে এই নেতাকে মসজিদ থেকে বের করে দেন। এ ঘটনা জানাজানি হলে বাগময়না গ্রামে উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
জগন্নাথপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু তাহের বলেন, সাবেক ছাত্রলীগ নেতা শাহানুর আহমদ শানুর একজন চিহ্নিত সন্ত্রাসী। ছাত্রশিবিরের ক্যালেন্ডার মসজিদে থাকায় সে ওই ক্যালেন্ডার ছিঁড়ে ফেলে এবং মসজিদ কর্তৃপক্ষ প্রতিবাদ জানালে সে কর্তৃপক্ষের উপর হামলা করে।
এ ব্যপারে জগন্নাথপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) শাকিব বলেন, মসজিদে ক্যালেন্ডার নিয়ে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে পাওয়া যায়নি, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।