সুনামগঞ্জে অর্ধকোটি টাকার ভারতীয় ওষুধ আটক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০১:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় ওষুধ আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ৭ টার দিকে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চিনাউড়া সীমান্তে অভিযান চালিয়ে এসব ঔষুধ আটক করা হয়।
বিজিবি জানায়, চিনাউরা সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাকারবারিরা ভারতীয় ওষুধ নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২৮ বিজিবির একট টহল দল চিনাউরা সীমান্তে অভিযান চালিয়ে ২৫ হাজার ১৬০ পিস ভারতীয় ওষুধ আটক করে। যার আনুমানিক মুল্য ৫২ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা।
এ ব্যাপারে ২৮ বিজিবি’র অধিনায়ক লে, কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ওষুধ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।