মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি প্রদান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৪:১৫ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি-২০২৪ এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ।
কলেজের প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা এর সভাপতিত্বে ও শিক্ষক মোঃ ওয়াকিল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখালগঞ্জের কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গৌরা পদ দত্ত, মনির আহমদ একাডেমির ভাইস চেয়ারম্যান নাদির আহমদ, হাবিব সাদির আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ জামিলুর রহমান ও এটিএম মাসুদ চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর উপাধ্যক্ষ মোঃ কামাল হোসেন। বক্তব্য রাখেন শিক্ষক আবুল কালাম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুল আজিম সামিয়ান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি মনির উদ্দিন আহমদ সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে হাবিব সাদির আহমদ মেধাবৃত্তি-২০২৫ এর নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি