মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৩:২৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে মঈন উদ্দীন চৌধুরী ফাউন্ডেশন এর আয়োজনে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মছলেহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরী ও বয়োজ্যেষ্ঠ শিক্ষক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজ উদ্দীন, পাবলিক প্রসিকিউটর আব্দুল মতিন, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জলিল উদ্দিন চৌধুরী ও আপ্তাব উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম প্রমূখ।