বিশ্বনাথে মনির আহমদ ২য় নাইট কাবাডি টুর্নামেন্টে শুরু
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৪:৪৪ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথে সোমবার রাতে নাজিরবাজারের পশ্চিমের মাঠে মনির আহমদ ২য় নাইট কাবাডি টুর্নামেন্টে শুরু হয়েছে। টুর্নামেন্টে উপজেলার ১৬টি দল অংশ নিয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। সোমবার রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দয়াল উদ্দিন তালুকদার।
অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘ নাজিরবাজারের তত্ত্বাবধানে ও এসএসএন সিলেট স্পোর্টস এন্ড নিউজের সহযোগিতায় অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আবুল কালাম রুনু’র সভাপতিত্বে ও সংগঠক সি এম আনোয়ার হোসেন। হোসাইন আহমদ প্রবেলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মুজিব আহমদ মনির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রবর্তক প্রবাসী মনির আহমদ, সমাজসেবক মুহিবুল হক আনহার, সমাজসেবক নাজির আহমদ নজির, সমাজসেবক মিজানুর রহমান সেলিম, অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি আব্দুল মান্নান রিপন, মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি আসাদুজামান নূর আসাদ, বিশ্বনাথ উপজেলা কাবডি ফেডারেশনের সভাপতি শেখ নজরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য তানবীর হোসেন, ৪নং ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিন রাহিন, ৬নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ, সংগঠক সেলিম মিয়া, তারেক আজিজ, বাপন দাশ ও জাকারিয়া আহমদ খোকন।