লালাবাজারে দুই শ্রমিকদের দ্বন্দ্ব নিয়ে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৫:২৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমা সংবাদদাতা:
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে সিএনজি ও টমটম অটোরিকশার দুই চালকের ঝগড়ার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত দক্ষিণ সুরমা থানাপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, লালাবাজারের পশ্চিমের নির্মাণাধীন ব্রিজে গাড়ি উঠানো নিয়ে ভালকি গ্রামের এক অটোচালক ও টেংরা গ্রামের এক অটোচালকের মাঝে সোমবার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় দুপক্ষের লোকজনের হাতেই দেশিয় অস্ত্র দেখা যায় এবং মারামারিতে অন্তত ১২ জন আহত হন। তবে কেউ গুরুতর আহত হননি। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ও স্থানীয় মুরব্বিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান জানান, দুই শ্রমিকের দ্বন্দ্ব নিয়ে এলাকাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দ্রুত সমাধানের লক্ষ্যে শালিসের উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন দুই অটোচালকের ঝগড়ার জের ধরে বিকালে ভালকি ও টেংরা গ্রামের কিছু লোক মারামারিতে জড়িয়ে পড়েন। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে গুরুতর আহত কেউ নন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।