ভারতে বিরল রোগের আক্রমণ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৫:২৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পুনে শহরে গুইলিন-বারে সিনড্রোম নামে বিরল রোগের প্রাদুর্ভাবে আতঙ্ক ছড়িয়েছে। গত এক মাসে ১৬০ জনের বেশি আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫ জন। বর্তমানে ৪৮ জন আইসিইউতে, ২১ জন ভেন্টিলেটরে, এবং ৩৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। খবর বিবিসির।
জিবিএস একটি বিরল স্নায়ুরোগ, যেখানে রোগীর নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা তার স্নায়ুতন্ত্রের ওপর আক্রমণ চালায়। এটি শুরু হয় পা বা হাতে ঝিনঝিন বা অসাড়তা দিয়ে এবং দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। পুনেতে এইঝ-এর সংক্রমণের পেছনে রয়েছে “ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি” নামে একটি ব্যাকটেরিয়া, যা প্রধানত অপরিষ্কার পানি ও দূষিত মাংসের মাধ্যমে ছড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বর্তমানে পুনেতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। স্থানীয় স্বাস্থ্য দপ্তর ৬০,০০০ বাড়িতে নজরদারি চালিয়েছে, ১৬০টি পানির নমুনা সংগ্রহ করেছে এবং জনগণকে ফুটানো পানি পান ও ভালোভাবে রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে। রোগটির কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। প্লাজমা এক্সচেঞ্জ ও ইমিউনোগ্লোবুলিন থেরাপি ব্যবহার করে চিকিৎসা দেওয়া হয়। পুনের এই প্রাদুর্ভাব সংক্রমিত পানির কারণে নাকি দূষিত মাংসের মাধ্যমে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে সতর্কতা হিসেবে আধসিদ্ধ মাংস ও বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।