অনির্বাণ এই ফেব্রুয়ারী
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: একুশে ফেব্রুয়ারী ভাষা দিবসকে কেন্দ্র করে এদেশে যে জাগরণ সৃষ্টি হয় প্রতিবছর, এমনটি বিশ্বের আর কোন দেশে দেখা যায় না। প্রকৃত অর্থেই এই মাস বাংলাদেশের মানসভূমিতে এক উর্বর সুফলা মৌসুম। কারণ এ সময়ে এদেশের বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে সূচনা হয় এক অনন্য সৃজনশীলতা অর্থাৎ সৃষ্টির প্রেরণা, যা গোটা বছরজুড়ে এদেশের সকল সচেতন মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, এক সমৃদ্ধ দেশ গড়তে উদ্বুদ্ধ করে।
পাকিস্তান রাষ্ট্র গঠন নিশ্চিত হওয়ার পর উর্দু-বাংলা বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সেসময়কার গুরুত্বপূর্ণ ‘মিল্লাত’ পত্রিকায় এক সম্পাদকীয়তে লেখা হয়েছিল, ‘মাতৃভাষার পরিবর্তে অন্য কোন ভাষাকে রাষ্ট্রভাষারূপে বরণ করার চাইতে বড় দাসত্ব আর কিছু থাকিতে পারে না।’
জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে শুরু থেকে অনমনীয় মনোভাব প্রকাশ করেছেন। উর্দুকে রাষ্ট্রভাষা করার পেছনে বাঙালীদের উপর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভুত্ব কায়েম করা ও শোষণের অভিসন্ধি বলে মনে করা হয়েছিল। বাঙালীদের মনে পাকিস্তানের প্রতি অবিশ্বাসের ভীত তৈরি হয়েছিল। ভাষা ও সাংস্কৃতিক পার্থক্য আরও জোরালোভাবে প্রতীয়মান হচ্ছিল। ধর্ম নয় বরং বাঙালী জাতিয়তাবাদ ধারনা স্পষ্ট হতে শুরু করেছিল।