বড়লেখায় চার শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৮:৪২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আব্দুর রহমান শাহীন মঙ্গলবার বিকেলে বিভিন্ন এলাকার হতদরিদ্র ৪ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।
প্রবাসী মাসুক আহমদের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী শামীম আহমদের সঞ্চালনায় মহদিকোণা জামেয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণের সভায় বক্তব্য দেন সমাজসেবক আব্দুল হাফিজ চৌধুরী, আয়ারল্যান্ড প্রবাসী প্রভাষক আব্দুস শহীদ, কাজী মাওলানা এনামুল হক, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাফেলো পঞ্চায়েত ইউনিটির সাধারণ সম্পাদক আবুল হাসনাত শাহেদ, সমাজসেবক আব্দুল মান্নান, খালেদ আহমদ, মাওলানা সাইদুর রহমান, মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইদুর রহমান, খালেদ আহমদ ও মাওলানা আব্দুল হেকিম প্রমূখ।