ধলাইয়ে অবৈধ বালু উত্তোলনে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৭:১৬ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৃন্দাবনপুর এলাকার সজীব দেবনাথকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে লাভবান হচ্ছে প্রভাবশালী এই সিন্ডিকেট, এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। তবে বালু ইজারাদারের ঘনিষ্ট একটি সূত্র দাবী করছে, লিজকৃত জায়গা থেকেই তারা বালু উত্তোলন করছে।