গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৯:৫১ অপরাহ্ন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী হিসেবে সিলেটে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার গণ অধিকার পরিষদ সিলেট জেলা উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতৃবৃন্দ সিলেট ডিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিলেট জেলা শাখার আহবায়ক রহমতে এলাহী লস্কর নাঈম, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন, মোঃ শাহনেওয়াজ চৌধুরী রাহাত, এড. জাহিদুর রহমান জাহিদ, প্রবাসী অধিকার পরিষদ নেতা আবুল মনসুর সাজু চৌধুরী, জেলা শাখার নেতা শাহীন আহমেদ, আলবাব হোসেন, হারুনুর রশীদ ও জহিরুল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল, সাবেক সভাপতি শাহ শামীম আহমেদ অপু, মহানগর যুব সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেতা মিছবাহ বিন ছাদেক, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি