কোম্পানীগঞ্জে চিনির ‘লাইনের টাকা’ নিয়ে মারামারি
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০৩:০২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ভারতীয় চিনি থেকে পুলিশের লাইনের টাকা নিয়ে মারামারিতে একজন গুরুতর আহত হয়েছেন। চোরাকারবারি বুরহান উদ্দিনের হাতুড়ির আঘাতে আহত হন চোরাকারবারি ইল্লাল মিয়া। আহত ইল্লাল উপজেলার মাঝেরগাঁও (বিজয় পাড়ুয়া) গ্রামের মখলিছ মোল্লার ছেলে। মঙ্গলবার দুপুর ১টায় সীমান্তবর্তী বিজয় পাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাঝেরগাঁও সীমান্ত দিয়ে দিয়ে প্রতিদিন প্রায় ১’শ থেকে ১২০ বস্তা ভারতীয় চিনি বাংলাদেশে প্রবেশ করে। এছাড়াও উৎমা এবং তুরং সীমান্ত দিয়ে আরো ২ থেকে আড়াই শত বস্তা চিনি ও ৮০ থেকে ১’শটি গরু অবৈধ পথে প্রবেশ করে। প্রতি বস্তা চিনি থেকে পুলিশের লাইনের কথা বলে ১’শ করে টাকা নেওয়া হয়। এছাড়াও ভারত থেকে আসা গরু থেকে ৩’শ টাকা করে নেওয়া হয়। মাঝেরগাঁও গ্রামের মুস্তাকিম আহমদ ফরহাদ পুলিশের নামে এই টাকা নিয়ে থাকেন। এই টাকা দেওয়া না দেওয়া নিয়ে চোরাকারবারি ইল্লাল মিয়া ও বুরহান উদ্দিনের মধ্যে সংঘর্ষ হয়।
স্থানীয় ও আহতের আত্মীয়দের কাছ থেকে জানা যায়, ইল্লাল ও বুরহান ৫০ বস্তা চিনি ভারত থেকে নিয়ে আসেন। সেই চিনি তারা স্থানীয় টুকেরগাঁও (বউ বাজার) নিয়ে বিক্রি করেন। বিক্রির পর ইল্লাল বুরহানকে বলে পুলিশের লাইনের হিসাবে ৫ বস্তা কম হিসাব দিবে। কিন্তু ৪ ফেব্রুয়ারি দুপুরে বুরহান উদ্দিন ফরহাদের লোকজনের কাছে ৫০ বস্তা চিনির হিসাব দিয়ে দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় বুরহান তার ঘর থেকে হাতুড়ি নিয়ে এসে ইল্লালের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয় ইল্লাল। পরে তাকে মেডিকেল নিয়ে গেলে তার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় ইল্লাল বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ইল্লাল নামে একজন একটি অভিযোগ নিয়ে এসেছেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি নিয়ে মারামারি হয়েছে তা আমি জানতে পারি নাই। আর পুলিশের লাইনের টাকা কেউ তুলে এটাও আমার জানা নাই। এর আগে চিনির লাইন চললে চলতে পারে তবে এখন চিনি কিংবা গরুর কোন লাইন নাই।