সিলেট লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছিয়ে : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০০:৪২ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, আমাদের সিলেট লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছিয়ে। বই পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা যেন এগিয়ে যেতে পারি এ প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, আমরা অনেকেই জানিনা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লাইব্রেরি রয়েছে। আমাদের ছাত্রদের জন্য সেখাবে বই পড়ার অনেক সুযোগ রয়েছে।আমাদেরকে বই পড়ায় উৎসাহিত করতে প্রতিবছর জাতীয় বই পড়া দিবস রয়েছে। সিলেট গ্রন্থাগার কেন্দ্রে অনেক বই রয়েছে আমরা এই কেন্দ্রে এক লক্ষ্য বই রাখার ব্যবস্থা করবো। শুধু তাই নয় বই পড়ার স্পৃহা বাড়াতে পাঠচক্র, বই পড়া প্রতিযোগিতা করার চেষ্টা করছি, এতে সনদ ও পুরস্কার প্রদানেরও ব্যবস্থা থাকবে। আমরা চাই মানুষকে লাইব্রেরিমূখি করতে, বইয়ের পাঠক সৃষ্টি করতে, তাহলে আমাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী তৈরি হবেন।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় গ্রন্থাগারের আলোচনা সভা, সনদ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুধবার সকাল ১০ টায় বেলুন উডিয়ে দিবসের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
জেলা প্রশাসন ও সরকারি বিভাগীয় গ্রন্থাগার আয়োজিত গ্রন্থাগার এর উপ-পরিচালক প্রিন্সিপাল লাইব্রেরিয়ান দিলীপ কুমার সাহা’র সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, কলামিস্ট আফতাব চৌধুরী, বাসস সিলেটের ব্যুরো প্রধান সেলিম আউয়াল।আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জয়িতা জেহেন প্রিয়তী। বিজ্ঞপ্ত