গোয়াইনঘাটে পিকআপ চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০৩:৪৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে পিকআপ চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় রাধানগর এলাকার ইসলামপুর দুভাগ গ্রামের শাহ আলমের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মেহেদী হাসান (১২)।
স্থানীয় সুত্রে জানা যায়, ফলবাহী একটি দ্রুতগতির পিকআপ শিশুটিকে চাপা দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। বিকেল ৫ টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ চালকসহ পিকআপ আটক করে লাশ মর্গে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি সরকার তোফায়েল আহমেদ।