সিলেটে পিএসসি চেয়ারম্যান: পরিবর্তন চাওয়া সহজ কিন্তু করা চ্যালেঞ্জের
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৪০:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন জুলাই পরবর্র্তী পরিবর্তিত পরিস্থিতিতে সবাই পরিবর্তন চাইছেন। তবে পরিবর্তন চাওয়া সহজ কিন্তু সেই পরিবর্তন বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের। আমরা আগের চর্চা থেকে বের হতে চাই। তাই আমরা সবার মতামতের ভিত্তিতে সরকারী কর্ম কমিশনে পরিবর্তন আনতে চাইছি। তিনি বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন : অংশীজনের ভাবনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় তিনি বলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তন করা দরকার। এই লক্ষে আমরা সারাদেশে মত বিনিময়ের পরিকল্পনা করেছি। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা কীভাবে পরিবর্তন চায় বা যারা পাবলিক সার্ভিস পরীক্ষায় অংশ নেবেন তারা কীভাবে পরিবর্তন চাইছেন এবং সুধী জনেরা কীভাবে কমিশনকে দেখতে চান আমরা মাঠ পর্যায়ে তাদের কাছ থেকে শুনতে চাই। আমাদের এই পরিবর্তন হবে বিচ্ছিন্নভাবে নয় সবার মতামতের ভিত্তিতে।
সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সরকারী কর্ম কমিশনের আয়োজনে এতে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
স্বাগত বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার প্রথমবারের মতো মাঠ পর্যায়ে প্রকাশ্যে মতামত গ্রহণের জন্য সরকারী কর্ম কমিশন কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন ভারসাম্য ও সুশাসন প্রতিষ্ঠায় সবার অংশগ্রহণ প্রয়োজন। ছাত্রদের অবদানের কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন ছাত্ররা পড়াশোনার বাইরে এসে দেশের প্রয়োজনে রাস্তায় নেমে জীবন বিলিয়ে দিয়েছেন, আহত হয়েছেন, তাদের এই ত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না।
এসময় তিনি কর্ম কমিশন সম্পর্কে তার মতামত দিতে গিয়ে বলেন প্রশ্নবিদ্ধ জায়গাগুলো চিহ্নিত করে তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। আমাদের শ্রদ্ধার জায়গাগুলো যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মতবিনিময়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের পরিচালক নেয়ামত উল্যাহ।
শুরুতে চব্বিশের বিপ্লবে আত্মত্যাগীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে দোয়া পরিচালনা করেন এমসি কলেজের শিক্ষার্থী হাফিজ সিদ্দিক আহমেদ। পরে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালা শেষ হয়। এতে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া এবং প্রস্তুতি নেওয়া শিক্ষার্থী, পিএসসির পরিচালকবৃন্দ, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন।