দোয়ারায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৫:৩০ অপরাহ্ন
দোয়ারাবাজার সংবাদদাতা:
দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মঙ্গলপুর এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রফিকুল ইসলাম ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের শুধু মানসিক বিকাশের জন্য নয় বরং তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার শক্তি এবং নিজেদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা বাড়ায়।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন ও মাস্টার আক্কাস আলীর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস ও মাদ্রাসার দাতা সদস্য মাওলানা এমকেএম ফরিদ উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান খান, মাস্টার জাকির হোসেন, মুস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম ও মাওলানা জাফর আহমদ প্রমুখ। পুরস্কার বিতরণের পাশাপাশি প্রধান ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।