দোয়ারাবাজার প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৬:৫৪ অপরাহ্ন
দোয়ারাবাজার সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলার প্রেসক্লাব অফিসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ।
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি সোহেল মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান, সমাজসেবক আব্দুল হান্নান, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক জালালাবাদের উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক সংবাদের আব্দুল মোতালিব ভূইয়া ও দৈনিক ইত্তেফাক’র মো: মামুন মুন্সি প্রমুখ।