ছাত্রলীগের বিচার দাবীতে মৌলভীবাজারে ছাত্রদলের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৯:২২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি কলেজ দলের আয়োজনে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারী ছাত্রলীগের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখা’র যুগ্ম আহবায়ক মখলেছ মিয়া, সদস্য মোতাহের হোসেন তানিম, নেছার তালুকদার, মুনিম রহমান, সাব্বির আহমদ, তায়েফ আহমেদ ও শারিয়ার আহমেদ প্রমুখ।