কুলাউড়ায় আরও ১০০ পরিবারে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২০:৪৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে এনজিও সংস্থা প্রচেষ্টার উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি নবাব আলী আব্বাস খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বার্মা, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল সালাম, প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকি খান, প্রকল্প ব্যবস্থাপক মো. হামিদুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো নগদ ৮ হাজার টাকা, হাইজিন কিটস ও সবজির বীজ। উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি দুপুরে কাদিপুর ইউনিয়নে ১০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।