ওসমানী বিমানবন্দরে ২১ কোটি টাকার স্বর্ণসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৩:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২১ কোটি টাকা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এয়ারপোর্টের গ্রিন জোন চ্যানেল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা দুই যাত্রীকে আটক করে। তাদের লাগেজ তল্লাশী চালিয়ে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালার উদ্ধার করেন। আটককৃতরা হলো, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা সৈয়দ আহমদ (২৪) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা আফতাব উদ্দিন (৩৬)।
দৈনিক জালালাবাদকে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি-২৫২। ওই ফ্লাইটে অবৈধ স্বর্নের চালান আসছে গোপন সূত্রে এমন তথ্য পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এই তথ্যের ভিত্তিতে বিমাবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়। এসময় ওই ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে সৈয়দ আহমদ ও আফতাব উদ্দিনকে সন্দেহ হলে তাদের লাগেজ তল্লাশী করেন বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যরা। তল্লাশিকালে চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ স্বর্ণ। যার মধ্যে রয়েছে ১২০টি স্বর্ণের বার ও ৪টি পেস্ট।
উদ্ধার হওয়া এই স্বর্ণের ওজন প্রায় সাড়ে ১৭ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ কোটি টাকা বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।