৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিবিরের র্যালী
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৩:৪৬ অপরাহ্ন
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শিবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর সুরমা পয়েন্ট থেকে র্যালীটি শুরু হয়ে জিতু মিয়ার পয়েন্টে সমাবেশের মাধ্যেমে সম্পন্ন হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এর নেতৃত্বে র্যালীতে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার, সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
সভাপতির বক্তব্য শাহীন আহমদ বলেন, ছাত্রশিবির তার পথচলার ৪৮ বছরে পাহাড় সমান প্রতিবন্ধকতাকে নয়, পাহাড় সমান ষড়যন্ত্রকে মোকাবেলা করে এখানে এসে উপস্থিত হয়েছে। আধিপত্যবাদী ইসলাম বিদ্বেষিরা চেয়েছিলো ছাত্রশিবিরকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু ছাত্রশিবির সব মোকাবেলা করে তার মঞ্জিল পানে এগিয়ে চলছে।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার এমন কোনো জুলুম-নির্যাতন নেই যা ছাত্রশিবিরের উপর করে নাই। বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, গ্রেফতারসহ নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, কিন্তু আল্লাহর রহমতে শত শহীদ, হাজারো আহত-পঙ্গুত্ব, লাখো গ্রেফতার নির্যাতনের পরও ছাত্রশিবির আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। তিনি আরো বলেন, আমরা ছাত্রসমাজের কাছে আহ্বান জানাতে চাই, ছাত্রশিবির এক আল্লাহর বড়ত্বকে ঘোষণা করে তার যে পথচলা শুরু করেছে সে পথচলায় আপনারা শরিক হোন। ছাত্রশিবির আপনাদের কে সাথে নিয়ে একটি সুখি-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়।
র্যালী পরবর্তী সমাবেশ সঞ্চালনা করেন মহানগর অফিস সম্পাদক মাসুদ আলম। এতে আরো উপস্থিত ছিলেন মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম হোসাইন সহ মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মী। বিজ্ঞপ্তি