জগন্নাথপুরে ডেভেলপমেন্ট ট্রাষ্টের শিক্ষা বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৯:৩৩ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকে’র উদ্যোগে ইউনিয়নের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের উৎসাহিত ও প্রেরণা প্রদানের লক্ষ্যে পাইলগাঁও ইউনিয়নের স্কুল, মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও প্রশংসাপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুশিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা বৃত্তি ও প্রশংসাপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকে’র চেয়ারম্যান বৃটিশ কাউন্সিলর ফয়জুর রহমানের সভাপতিত্বে ও ইমন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন কুশিয়ারা উচ্চবিদ্যালয়ের সভাপতি হাবিজ উদ্দিন, সমাজসেবক ফারুক আহমেদ, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা বাহা উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজম উদ্দিন, হাড়গ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুজ্জামান, ট্রাষ্টী আব্দুল হাদী, কুশিয়ারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন, সৈয়দ আব্দুর রাহমান জুয়েল, স্টুডেন্ট ইউনিয়নের সমন্বয়ক শাকিল হাসান রনি প্রমুখ।
পাইলগাঁও ইউনিয়ন ডেভলপমেন্ট ট্রাষ্ট ইউকে’র পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো পাইলগাঁও ইউনিয়নের সরকারি ও প্রাইভেট ১৮টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি উচ্চবিদ্যালয় ও ৮টি মাদরাসার বিগত পরিক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানে উত্তীর্ণ মোট ১২০ জন ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও প্রশংসাপত্র প্রদান করা হয়।