সুনামগঞ্জে ভেঙে ফেলা হলো মুজিবের ৬ ম্যুরাল
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৪:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : ভারতে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে শেখ মুজিবের ৬ টি ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। বুধবার রাত ১২ টার পর থেকে ওলামা মাশায়েখ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ৬ টি ম্যুরাল ভেঙে ফেলেন। রাত সাড়ে ১২ টার দিকে প্রথমে পৌর শহরের পৌরসভা প্রাঙ্গণে ম্যুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে ম্যুরালসহ জেল রোড এলাকার উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরাল ভাঙচুর করেন তারা।
সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা জানান, দেশে ফ্যাসিবাদীদের যা কিছু আছে সেগুলো আমরা ভেঙে দিতে চাই। যেন দেশের কেউ আর এই ফ্যাসিবাদের দিকে অনুপ্রাণিত না হয়।জমিয়ত নেতা ত্বহা হোসাইন বলেন, জাতিকে কলংকমুক্ত করতে শেখ মুজিবের মুর্তি ভেঙে ফেলা হচ্ছে। আজ রাতের মধ্যেই শহরের সবকটা ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলা হবে।