প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৬:৩২ অপরাহ্ন
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ (সিলেট জেলা) এর উদ্বোধন বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভেই জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শহিদদের রুহের মাগফেরাত এবং আহত ছাত্র-জনতার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি, সিলেট এর রিজিওনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এর সহকারী কমিশনার মোসাদ্দেকা বৃষ্টি, প্রাইম ব্যাংক পিএলসি এর আইবিবি আম্বরখানা শাখা, সিলেট এর হেড অব ব্রাঞ্চ ও ভাইস-প্রেসিডেন্ট তাজ উদ্দিন আহমদ, দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক দীপাল কুমার সিংহ, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার অলক কাপালী, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ হোসেন তান্না, সাধারণ সম্পাদক ইমরান আলী এনাম ও যুগ্ম সম্পাদক জয়নুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। বিজ্ঞপ্তি