দেশ-জাতি গঠনে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৯:৫৬ অপরাহ্ন
‘বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম। স্কাউটদেরকে আত্মমর্যাদাসম্পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী সেবাপরায়ণ সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে থাকে। ’
সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের বার্ষিক কাউন্সিলে বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের এডহক কমিটির আহবায়ক সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট জেলা রোভারের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, সিলেট জেলা রোভারের আঞ্চলিক পরিচালক এএইচএম শামসুল আজাদ প্রমুখ।
কাউন্সিলের দ্বিতীয় পর্বে বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন সভাপতি-মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সহসভাপতি-ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, হাবিবুর রহমান, সন্তোষচন্দ্র দেবনাথ, মো. আবিদুর রহমান, মো. নেছার আহমদ, কমিশনার-অধ্যাপক মবশ্বির আলী, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সম্পাদক-ছয়ফুল আমিন, যুগ্ম সম্পাদক- আমজাদ হোসেন, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি ড. দিদার চৌধুরী, সেলিম আউয়াল, রোভার স্কাউট লিডার প্রতিনিধি অমিয় চক্রবর্তী ও জান্নাতুল রেশমা। বিজ্ঞপ্তি