কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সভা
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪০:৩৭ অপরাহ্ন
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী বলেছেন, দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাই আমাদের প্রকৃত শক্তি। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নয়ন সম্ভব।
তিনি বুধবার রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলে ৮ ফেব্রুয়ারি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভাকে সফল করার লক্ষ্যে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীর সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক টিম প্রধান রুনু আহমেদের সভাপতিত্বে এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম মিয়ার পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসার খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুজ্জামান দিপু, তছীর আলী, মিছবাহ আহমদ জেহিন, আবির আহমদ মুহিন। বিজ্ঞপ্তি