জুড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৪:২৭ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে ৫৩ তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার টিএন খানম সরকারি কলেজ মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মনসুরুর রশীদ পলাশের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মুরশেদুল আলম ভূঁইয়া, টিএন খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, তৈমুছ আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফছা হাবিবা, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কচুরগুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজন চন্দ্র দাশ, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকলিমা আক্তার, শিলুয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মুবিন উদ্দিন, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী প্রেসক্লাবের সদস্য হারিছ মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আফজাল হোসেন প্রমুখ।