সুনামগঞ্জে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০৯:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শহরের কাজিরপয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা শিবির সভাপতি মেহেদি হাসান তুহিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম এর সঞ্চালনায় র্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক আব্দুস সাত্তার মু মামুন, জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল মোমিন, স্কুল কার্যক্রম সম্পাদক রাখাব আহমদ শিশির, আইন বিষয়ক সম্পাদক ইয়াকুব আলি, জেলা শিবির নেতা কারি সুলতান আহমদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জাতির বহুল প্রত্যাশিত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলা সম্ভব হয়নি। জুলাই বিপ্লবের চেতনা ধারন করে কাংখিত স্বপ্ন পুরনে ছাত্র শিবিরের পতাকাতলে সবাইকে শামিল হওয়ার আহবান জানান তারা।